"আসমাউল হুসনা: আল্লাহর সুন্দরতম নামসমূহ ও তাদের গুণাবলী"
আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “নিশ্চয়ই আল্লাহর ৯৯টি নাম রয়েছে, এক কম একশত। যে ব্যক্তি এগুলো মুখস্থ করবে (বিশ্বাসসহ), সে জান্নাতে প্রবেশ করবে।” (বুখারি: ২৭৩৬, মুসলিম: ২৬৭৭)
১
আল্লাহ
অর্থ
আল্লাহ
Allah
ব্যাখ্যা
২
আর-রাহমানু
অর্থ
– পরম করুণাময় (সব সৃষ্টির প্রতি অফুরন্ত দয়া দেন)।
**Ar-Rahman (The Most Gracious)** – The infinitely Compassionate and Merciful to all creation.
ব্যাখ্যা
৩
আর-রাহীমু
অর্থ
– অতি দয়ালু (বিশেষভাবে মুমিনদের প্রতি দয়াবান)।
**Ar-Rahim (The Most Merciful)** – Especially Merciful to the believers.
ব্যাখ্যা
৪
আল মালিকু,
অর্থ
– সার্বভৌম রাজা (সমগ্র বিশ্বের একমাত্র মালিক)।
**Al-Malik (The King)** – The Sovereign Lord of the universe.
ব্যাখ্যা
৫
আল-কুদ্দুসু
অর্থ
– পবিত্র ও নিষ্কলঙ্ক (যেকোনো দোষ-ত্রুটি থেকে মুক্ত)।
**Al-Quddus (The Holy)** – The Pure and Perfect, free from all flaws.
ব্যাখ্যা
৬
আস-সালামু
অর্থ
– শান্তিদাতা (তিনিই পরিপূর্ণ শান্তির উৎস)।
**As-Salam (The Source of Peace)** – The Giver of peace and security.
ব্যাখ্যা
৭
আল-মু'মিনু
অর্থ
– নিরাপত্তাদানকারী (বিশ্বাস ও নিরাপত্তা দেন)।
**Al-Mu'min (The Guardian of Faith)** – The One who grants faith and security.
ব্যাখ্যা
৮
আল-মুহাইমিনু
অর্থ
– রক্ষণাবেক্ষণকারী (সবকিছু পর্যবেক্ষণ ও সংরক্ষণ করেন)।
**Al-Muhaymin (The Protector)** – The Watcher and Preserver of all things.
ব্যাখ্যা
৯
আল-আযীযু
অর্থ
– পরাক্রমশালী (কারো কাছে পরাজিত হন না)।
**Al-Aziz (The Almighty)** – The All-Powerful, the Invincible.
ব্যাখ্যা
১০
আল-জাব্বারু
অর্থ
– মহাপ্রতাপশালী (সবকিছু তার ইচ্ছার অধীন)।
**Al-Jabbar (The Compeller)** – The Restorer, the Irresistible.
ব্যাখ্যা
১১
আল-মুতাকাব্বিরু
অর্থ
– মহিমান্বিত (সব বড়ত্ব একমাত্র তারই)।
**Al-Mutakabbir (The Supreme)** – The Possessor of all greatness.
ব্যাখ্যা
১২
আল-খালিকু
অর্থ
– সৃষ্টিকর্তা (প্রতিটি বস্তু তার সৃষ্টি)।
**Al-Khaliq (The Creator)** – The Creator of all existence.
ব্যাখ্যা
১৩
আল-বারিয়্যু
অর্থ
– উদ্ভাবক (নিখুঁতভাবে সবকিছু গঠন করেন)।
**Al-Bari (The Maker)** – The Evolver who shapes all things perfectly.
ব্যাখ্যা
১৪
আল-মুসাওয়ির
অর্থ
– রূপদানকারী (প্রত্যেককে স্বতন্ত্র আকৃতি দেন)।
**Al-Musawwir (The Fashioner)** – The One who gives unique forms to creation.
ব্যাখ্যা
১৫
আল গাফ্ফারু
অর্থ
– ক্ষমাশীল (পাপগুলো বারবার ক্ষমা করেন)।
**Al-Ghaffar (The Forgiving)** – The Repeatedly Forgiving.
ব্যাখ্যা
১৬
আল কাহহারু
অর্থ
– মহাপ্রতাপী (সবকিছুকে তার ইচ্ছার অধীন করেন)।
**Al-Qahhar (The Subduer)** – The Dominant over all.
ব্যাখ্যা
১৭
আল ওয়াহ্হাবু
অর্থ
– মহাদাতা (বিনা প্রতিদানে দান করেন)।
**Al-Wahhab (The Bestower)** – The Giver of all blessings.
ব্যাখ্যা
১৮
আর রায্যাকু
অর্থ
– রিজিকদাতা (সকল জীবের জীবিকা দেন)।
**Ar-Razzaq (The Provider)** – The Sustainer of all living beings.
ব্যাখ্যা
১৯
আল ফাত্তাহু
অর্থ
– সমাধানকারী (সব সমস্যার সমাধান দেন)।
**Al-Fattah (The Opener)** – The Solver of all difficulties.
ব্যাখ্যা
২০
আল আলীমু
অর্থ
– সর্বজ্ঞ (গোপন-প্রকাশ্য সব জানেন)।
**Al-Alim (The All-Knowing)** – The Omniscient, aware of all things.
ব্যাখ্যা
২১
আল কাবিদু
অর্থ
– সংকোচনকারী (রিজিক বা জীবন সংকুচিত করেন)।
**Al-Qabid (The Constrictor)** – The One who restricts provision or life.
ব্যাখ্যা
২২
আল বাসিতু
অর্থ
– সম্প্রসারণকারী (রিজিক বা জীবন প্রসারিত করেন)।
**Al-Basit (The Expander)** – The One who expands provision and mercy.
ব্যাখ্যা
২৩
আল খাফিদু
অর্থ
– অবনমনকারী (অহংকারীদের মর্যাদা কমান)।
**Al-Khafid (The Abaser)** – The One who humbles the arrogant.
ব্যাখ্যা
২৪
আর রাফীউ
অর্থ
– উন্নয়নকারী (বিশ্বাসীদের মর্যাদা বাড়ান)।
**Ar-Rafi (The Exalter)** – The One who elevates the believers.
ব্যাখ্যা
২৫
আল মু'য়িয্য
অর্থ
– সম্মানদাতা (যাকে ইচ্ছা সম্মান দেন)।
**Al-Mu'izz (The Honourer)** – The Giver of honour and dignity
ব্যাখ্যা
২৬
আল মুযিল্লু
অর্থ
– অপমানকারী (অহংকারীদের অপমান করেন)।
**Al-Mudhill (The Humiliator)** – The One who degrades the oppressors.
ব্যাখ্যা
২৭
আস সামীউ
অর্থ
– সর্বশ্রোতা (সব শব্দ শোনেন)।
**As-Sami (The All-Hearing)** – The Hearer of all sounds.